মাঠে যতই লড়াই হোক, দুজনের দুজনকে অগাধ শ্রদ্ধা করেন। এখন আর কোনও লড়াইও নেই। লিওনেল মেসিকে নিয়ে এমন সাফ জানিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, তাঁদের লড়াই শেষ হয়ে গিয়েছে। দারুণ লড়াই ছিল। দর্শকরা আনন্দ পেয়েছেন।
বুধবার রাতে ব্যালন ডি অর-এর মনোনয়নে ২০ বছর পর বাদ পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার আগে রোনাল্ডো জানিয়ে দিলেন, মেসির সঙ্গে তাঁর লড়াই ইতিহাস বদলে দিয়েছে। সারা বিশ্ব তাঁদের সম্মান করে। এটাই তাঁদের প্রাপ্তি। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলেন রোনাল্ডো। আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে খেলেন লিওনেল মেসি।
আরও পড়ুন: রবিবার সুপার ফোরে ভারত-পাক মহারণ, ফের ভিলেন হতে পারে বৃষ্টি, আশঙ্কায় ক্রিকেটপ্রেমীরা
রোনাল্ডোর মতে, "মেসি নিজের পথ বেছে নিয়েছে। আমিও আমারটা বেছে নিয়েছি। দুজনেই ইউরোপের বাইরে। শুনেছি ও ভাল খেলছে। আমিও এখানে ভাল খেলছি। এখন আমাদের প্রভাব আছে। লড়াই নেই। ১৫ বছর ধরে আমরা অনেক মঞ্চ ভাগ করে নিয়েছি। কখনও একসঙ্গে খেতে যাইনি। আমরা পেশাদার। কিন্তু পরষ্পরকে শ্রদ্ধা করি।"