অতিরিক্ত সময় পেনাল্টি মিস। ওই সময় এগিয়ে গেলে টাইব্রেকার পর্যন্ত গড়াত না ম্যাচ। মাঠে প্রকাশ্যে কেঁদে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর চোখে জল দেখে আবেগতাড়িত ফুটবলবিশ্ব। গোটা ম্যাচে অনেকগুলু ফ্রি-কিক মিস। সেই চেনা রোনাল্ডোকে দেখাই গেল না। শেষ আটে পৌঁছে গেল দল। তবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং রোনাল্ডোই। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল, এটাই কি তাহলে শেষ ইউরো কাপ! রোনাল্ডো নিজেই ম্য়াচের পর মুখ খুললেন। আর তাতেই সিআর সেভেনের অবসর নিয়ে জল্পনা শুরু হয়ে গেল।
এদিন ম্যাচের পর রোনাল্ডো জানিয়েছেন, "অবশ্যই এটা আমার শেষ ইউরো চ্যাম্পিয়নশিপ। আমি আবেগে ভাসতে চাই না। ফুটবলের সঙ্গে জড়িয়ে থাক সব কিছুই আমার কাছে আবেগের। খেলার প্রতি আমার যা প্যাশন তার সঙ্গে জড়িয়ে আমার অনুরাগী, পরিবার ও অগণিত ফুটবল অনুরাগী। ফুটবল ছাড়ার বিষয় নয় এটি। ফুটবল ছাড়া আর আমার কী করার আছে। মানুষকে তৃপ্তি দেওয়াই আমাকে প্রেরণা দেয়।"
আগামী ম্যাচে প্রতিপক্ষ ফ্রান্স। তা নিয়েও মুখ খুলেছেন রোনাল্ডো। সিআর সেভেনের মতে, "ফ্রান্সের সঙ্গে আমাদের লড়াই কঠিন হবে। আমরা জয়ের জন্যই নামব। এই জার্সিতে নিজের সেরাটাই উজাড় করে দেব। এই ম্যাচে পেনাল্টি মিস করেছি। প্রথম গোল করতে চেয়েছিলাম। পারিনি। কিন্তু দায় এড়িয়ে যেতে পারি না। সাধারণ জিনিসগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।"