ছন্দে ফিরলেন সিআর ৭। মঙ্গলবার রাতে সৌদির ক্লাব আল নাসেরের হয়ে জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে, ৫-০ গোলে জিতে যায় আল নাসের।
মাঠে নামতেই ছন্দে ছিল আল নাসের। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের উপর আরও চেপে বসেন রোনাল্ডোরা। একের পর এক গোল আসতে থাকে। এগিয়ে যায় আল নাসের।
ক্লাবের হয়ে দু'টি গোল করেন অ্যান্ডারসন টালিস্কা। একটি গোল করেন আয়মান ইয়াহা। এই ম্যাচটি জিতে যাওয়ায় লিগে দ্বিতীয় স্থানে চলে আসে আল নাসের। প্রথম স্থানে থাকা ইতিহাদ জেড্ডাহের থেকে এক পয়েন্ট কম রয়েছে রোনাল্ডোদের।