ফের দুর্দান্ত পারফরম্যান্স। সৌদি প্রো লিগের নায়ক হয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের শেষ চার মিনিটে আল হাইলির (Al Ahli) বিরুদ্ধে জোড়া গোল করে নিজের দল আল নাসরকে (Al Nassr)এগিয়ে দিলেন পর্তুগিজ মহাতারকা। ফলে সাত গোলের রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল আল নাসের। এই ম্যাচের জোড়া গোল নিয়ে চলতি মরশুমে মোট নয়টি গোল করলেন রোনাল্ডো।
আল হাইলির বিরুদ্ধে জয় পাওয়ার পর সৌদি লিগে (Saudi Pro League) টানা পাঁচটি ম্যাচ জিতল আল নাসর। লিগের প্রথম দুই ম্যাচে জয় না পেলেও এই ম্যাচটি জয়ের সুবাদে মোট ১৫ পয়েন্ট চলে এল রোনাল্ডোদের দখলে। ফলে আল নাসর আপাতত লিগ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে।
আরও পড়ুন - প্রকাশিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি, ভারতের বিপক্ষে কোন কোন দল