২৩ কেটেছে আরব সাম্রাজ্যে। নিজেকে নতুন করে প্রতিষ্ঠা করেছেন। ২৪-এ নিজের লক্ষ্য নিজেই সেট করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২৩-এ দেশ ও ক্লাব আল নাসেরের হয়ে ৫৪টি গোল করেছেন তিনি। যা এখনও বছরের সর্বাধিক গোল। দ্বিতীয় স্থানে আছেন ইংল্য়ান্ডের হ্যারি কেন। বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে তাঁর গোল সংখ্যা ৫২।
গোল ডট কম-কে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছেন, বছরে সর্বাধিক গোল করতে পেরে তিনি খুবই খুশি। আল নাসের ও জাতীয় দলকে সাহায্য করতে পেরেছেন। তাই ভাল লাগছে। আগামী বছর একই কাজ করার চেষ্টা করবেন। জানালেন রোনাল্ডো।
২০২২-এর ডিসেম্বর ছিল যন্ত্রণার বছর। বিশ্বকাপে তাঁকে ডাগআউটে বসে থাকতে হয়েছিল। আগেই বিদায় নিতে হয় পর্তুগালকে। চির প্রতিপক্ষ লিওনেল মেসি কাতারে বিশ্বজয় করেছেন। তাঁর বিশ্বজয় অধরা হয়ে যায়। এক বছরে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছেন সিআর সেভেন।