মেয়ের সঙ্গে সুন্দর মুহূর্তের ছবি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে সেই ছবি ভাইরাল হয়ে যায়। সবথেকে ছোট মেয়ে বেলার সঙ্গে বৃহস্পতিবার একটি ছবি পোস্ট করেন CR7।
২০২২-এর এপ্রিলে জিওর্জিনা রড্রিগেজ নতুন এই সন্তানের জন্ম দেন। যমজ সন্তান হয়েছিল। কিন্তু বাঁচেনি রোনাল্ডোর পুত্র সন্তান। রোনাল্ডো ও রড্রিগেজ সেই সময় সোশ্যাল মিডিয়ায় বেদনাদায়ক একটি পোস্টও শেয়ার করেছিলেন। এতদিন পর প্রকাশ্যে আনলেন বেলাকে।
গতবছর জানুয়ারিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসেরে যোগ দেন রোনাল্ডো। এক বছরে সবথেকে বেশি গোল করেন তিনি।