৩৯ বছর বয়স। মঙ্গলবার কেরিয়ারের ষষ্ঠ ইউরো কাপ খেলতে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার ইউরো কাপে ট্রফি ছাড়া অন্য কিছু ভাবছেনই না CR7। রবিবার ছিল ছেলের ১৪ বছরের জন্মদিন। প্রথম ম্যাচে জয় ও গোলই উপহার দিয়ে ইউরো অভিযান শুরু করতে চান পর্তুগাল তারকা।
কাতার বিশ্বকাপে রোনাল্ডোর সেই কাঁদোকাঁদো মুখ এখনও স্মৃতিতে ভাসে ফুটবলপ্রেমীদের। কোচের সঙ্গে ঝামেলা। গুরুত্বপূর্ণ ম্যাচে রিজার্ভ বেঞ্চে ছিলেন। আর গ্যালারি গর্জন করে ওঠে তাঁর নামের প্রতিধ্বনিতে। এবার ইউরো কাপে কেমন হবে পর্তুগালের প্রথম একাদশ। কোচ রবার্তো মার্টিনেজের অধীনে কতটা পারফর্ম করতে পারবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! নিজেকে সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত তিনি। ইউরো কাপের ইতিহাসে একটি টুর্নামেন্টে ১৪টি গোল করে শীর্ষে রোনাল্ডো। তাই নতুন করে রেকর্ড গড়ার কিছু নেই। এবার ৮ বছর পর সবুজ-মেরুন জার্সিতে শেষবার ইউরো জয়ই স্বপ্ন সিআর সেভেনের।
ক্লাব ফুটবলে গত মরশুম দুরন্ত কেটেছে। আল নাসেরে তাঁর পারফরম্যান্স নিয়ে কোনও প্রশ্ন নেই। ৩১ ম্যাচে সৌদি প্রো লিগে ৩৫ গোল করেছেন তিনি। এক মরশুমে সর্বাধিক গোল। কিন্তু ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসেরে যাওয়ার পর কী পেয়েছেন রোনাল্ডো। দেখা গিয়েছে, সমর্থকরা মেসির নামে স্লোগান দিয়েছেন। প্রতিপক্ষের সমর্থকদের সঙ্গে বিবাদে জড়াতে দেখা গিয়েছে তাঁকে। সৌদি কিংস কাপ হারের পর কান্নায় ভেঙে পড়েছেন সিআরসেভেন। এবার ইউরো কাপের লড়াই। কতটা ঘুরে দাঁড়াতে পারবেন রোনাল্ডো! দেশকে কি দ্বিতীয় বার ইউরো কাপ এনে দিতে পারবেন তিনি! সেই প্রত্যশায় বুক বাঁধছেন ফুটবলপ্রেমীরা।