৩৮ বছরে পা রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo Birthday)। বিশ্বকাপ জিততে পারেননি। কিন্তু বিশ্বের অন্যতম সেরাদের তালিকায় আগেই জায়গা করে নিয়েছেন। রবিবার পর্তুগাল তারকার জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অগণিত ভক্তরা।
একরাশ হতাশা নিয়ে কেটেছে কাতার বিশ্বকাপ। প্রথমে ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ঝামেলা। এরপর জাতীয় দলের ম্যানেজারের সঙ্গে বিবাদ। হয়তো এবারই শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। ম্যান-ইউ, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো ক্লাবে খেলেছেন। বর্তমানে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগাল তারকা।
আরও পড়ুন: ভালবাসার মাসে ৩০টি বসন্ত পার করলেন নেইমার, ব্যক্তিগত জীবনে কতটা রঙিন তিনি?
বিশ্বকাপ বাদে সব রেকর্ডই আছে। পরিসংখ্যানে অনেকের থেকে এগিয়েও আছেন সিআরসেভেন। আক্ষেপ নেই। কেরিয়ারের শেষ প্রান্তে এসে বান্ধবী জিওর্জিনা রড্রিগেজ়কে ও সন্তানদের নিয়ে বেশ কিছুটা সময় কাটাচ্ছেন। তবে রোনাল্ডো অনুরাগীরা চান, এখনও খেলুন রোনাল্ডো। এখনও অনেক খেলা বাকি আছে তাঁর। জন্মদিনে সেই প্রার্থনাই করছেন অনুরাগীরা।