সাফল্য আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেন একে অপরের পরিপূরক। বিশ্বকাপ জেতা হয়নি ঠিকই। কিন্তু ক্লাব ফুটবলে তিনি রাজ চালাচ্ছেন। বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আর সেই কারণেই এবার সিআরসেভেনকে বিশেষ ভাবে সম্মানিত করতে চলেছে উয়েফা।
ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে সবচেয়ে বেশি গোল এবং সর্বোচ্চ ম্যাচ খেলা-সহ একাধিক রেকর্ড রয়েছে এই পর্তুগিজ মহাতারকার ঝুলিতে। এমনকি চ্যাম্পিয়নস লিগে ৫টি শিরোপাও জিতেছেন তিনি। সেই কারণেই ২৯ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪-২৫-এর গ্রুপ পর্বের ড্র পর্বে রোনাল্ডোকে বিশেষ সম্মান জানাতে চলেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উয়েফা প্রসিডেন্ট আলেকজান্ডার সেফ্রিন। তিনিই বিশেষ সম্মাননা তুলে দেবেন সিআর সেভেনের হাতে। বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী রাত ৯.৩০ নাগাদ এই অনুষ্ঠান শুরু হবে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলসংখ্যা রয়েছে ১৪০। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এছাড়াও পাঁচবার উয়েফা জিতেছেন, সাতবার টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হয়েছেন। ফলে সব দিক থেকেই এই লিগে একাধিক নজির রয়েছে রোনাল্ডোর।