শাস্তির মুখে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল হিলাল ও আল নাসের ম্যাচে প্রতিপক্ষ আল হিলালের ফুটবলার আলি আলবুলাইহিকে কনুই দিয়ে আঘাত করার জন্য লাল কার্ড দেখেছিলেন রোনাল্ডো। কিন্তু ম্যাচের পর আরও কঠিন শাস্তির মুখে তিনি।
জানা গিয়েছে, অশোভনীয় আচরণ এবং তীব্র আগ্রাসন দেখানোর কারণে তাঁকে ১০ হাজার থেকে ২০ হাজার রিয়াল জরিমানা দিতে হবে। এখানেই শাস্তি শেষ নয়। আগামী দুটি ম্যাচে খেলতে পারবেন না সিআর সেভেন।
আরও পড়ুন - চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্যারিস সাঁ জা, বার্সার বিরুদ্ধে জোড়া গোল এমবাপের
ম্যাচ চলাকালীন বল টাচলাইনের বাইরে বল গেলে আনতে যান আল হিলালের ফুটবলার আলি আলবুলাইহি। সেই সময়ে রোনাল্ডো বল কেড়ে নিতে গেলে তাঁকে থামানোর চেষ্টা করেন প্রতিপক্ষের ফুটবলার। সেই সময়েই সিআর সেভেন ওই ফুটবলারের বুকে কনুই দিয়ে আঘাত করেন। এরপর রেফারিকেও ঘুষি মারতে উদ্যত হন রোনাল্ডো।