এক ফুটবলার মৃত, এক ফুটবলার আহত। এবার ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক তারকা ফুটবলার। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টুইট করে একথা জানিয়েছেন, তুরস্কের জাতীয় দলের ফুটবলার মেরিহ ডেমিরাল। টুইট করে ওই ফুটবলার দাবি করেছেন, তুরস্কের জন্য পাশে দাঁড়িয়ে নিজের সই করা জার্সি দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ড। যা নিলাম করে অর্থ সংগ্রহ করা হবে। ওই ফুটবলারের দাবি, এই ব্যাপারে রোনাল্ডোর সঙ্গে তাঁর কথাও হয়েছে। তুরস্কের এই ভূমিকম্পের ঘটনায় মঙ্গলবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল ঘানার জাতীয় দলের এক ফুটবলারকে। বুধবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে দ্বিতীয় ডিভিশনের এক গোলকিপারের দেহ।
বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প প্রবণ অঞ্চল বলেই পরিচিত সিরিয়া। গত শতাব্দীতেও একাধিক মাটি কাঁপার শিকার হয়েছে এই দেশ। তবে, এবার যাবতীয় ঘটনাকে ছাপিয়ে গেল। এই ঘটনায় তুরস্কের যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হল, তা হল পর্যটন। একটি হিসাব বলছে, করোনা পরবর্তী সময় গত আর্থিক বছরে পর্যটন থেকে সবচেয়ে বেশি আয় করেছিল তুরস্ক। এবারও অনেক পরিকল্পনা ছিল সরকারের।
বর্তমান সময়ে আঙ্কারায় আসেন বিভিন্ন দেশের পর্যটক। বসে বিয়ের আসরও। বিশেষকরে ভারত থেকে অনেকেই এখন বিয়ে করতে যান তুরস্কে। কিন্তু এবারের ভূমিকম্প যেন তুরস্কের অর্থনীতিকেও নড়িয়ে দিয়ে গেল।