বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের। কাতার বিশ্বকাপের অন্যতম সেরা ম্য়াচে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে চার-দুই গোলে হেরে দোহা ছাড়ছে বিশ্বের এক নম্বর দল। প্রথম ৯০ মিনিট বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ছিল গোল শূন্য়। ১০৬ মিনিটে নেইমারের গোলে লিড পায় ব্রাজিল। ১১৭ মিনিটে সেই গোল শোধ করেন ক্রোয়েশিয়ার ব্রুনো পেটকোভিচ। আর টাইব্রেকারে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল বারপোস্ট আর ক্রোট গোলকিপার ডমিনিক লিভাকোভিচ। ফলে গত কুড়ি বছর পর নেইমারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ। এই নিয়ে বিশ্বকাপের চারটি কোয়ার্টার ফাইনাল থেকে হেরে বিদায় নিল ব্রাজিল। টাইব্রেকার সহ পুরো ম্য়াচে ১৯টি সেভ করে এই ম্য়াচেও নায়ক ডমিনিক লিভাকোভিচ। টাইব্রেকারে মারকুইনোসের শট বারে লেগে ফিরে আসতেই স্তব্ধ হয়ে গেল কাতারের এডুকেশন সিটি স্টেডিয়াম। বিদায় ব্রাজিল। বিশ্বকাপের সেমিফাইনালে গতবারের রানার্স ক্রোয়েশিয়া।
যে ছকে জাপানি দৌড় থেমেছিল। শুক্রবার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে সেই ছকেই সাম্বা থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ক্রোটরা। নিজেদের দরজা পর্যন্ত ব্রাজিলকে ডেকে এনে বার বার নেইমারদের মুখের পর দরজা বন্ধ করে দিচ্ছিলেন লুকা মদ্রিজরা। কিন্তু ম্য়াচের ১০৬ মিনিটে ক্রোটদের সেই ডিফেন্সের দরজা ভেঙে ব্রাজিলকে সেমিফাইনালে তোলার স্বপ্ন দেখান নেইমার। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন ফুটবল সম্রাট পেলেকে। কিন্তু ১১৭ মিনিটে পাল্টা আক্রমণ করে ব্রাজিল ডিফেন্সকে লজ্জায় ফেলে দেন প্যাটকোভিচ। ম্য়াচ ১-১। আর সেখান থেকেই শুরু লিভাকোভিচের খেলা।
শুরু থেকে ব্রাজিলের দুটো দিক নো-এন্ট্রি করে, মাঝখানে নেইমারকে আটকে রেখেছিলেন মদ্রিজ। সেই কারণে, বার বার ক্রোট ডিফেন্সে গিয়ে আটকে যাচ্ছিল ব্রাজিল। সুযোগ হচ্ছিল না সাম্বা নাচার। বলের সঙ্গে জডিয়ে থাকো, মাঠে নামার আগে ক্রোট ফুটবলারদের কাছে পরিস্কার এই নির্দেশ ছিল কোচ ডালিচের। মাস্টারমশাইয়ের কথা অক্ষরে অক্ষরে মাঠে পালন করেন লভরেন, ক্র্য়ামারিচরা। আর তাতে ম্য়াচ যায় অতিরিক্ত সময়ে। এই ম্য়াচেও দূর্গ হয়ে ওঠেন ক্রোট গোলকিপার ডমিনিক লিভাকোভিচ। সেই দূ্র্গ ভেঙে যায় নেইমারের পায়ে।
প্রথম ৪৫ মিনিটে দুটি দলের বল পজিশন ছিল ফিফটি-ফিফটি। পরিসংখ্য়ানেই স্পষ্ট কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর ব্রাজিলকে কোনও জায়গা দেয়নি চার বছর আগে রাশিয়ার মাটিতে বিশ্বকাপে রানার্স হওয়া ক্রোয়েশিয়া। এই ম্য়াচে ক্রোট কোচের সুবিধার জায়গা ব্রাজিলের দুই উইংগার সম্পর্কে খবর সংগ্রহ করা। কারণ, লা-লিগায় লুকা মদ্রিজের সঙ্গী রাফিনা এবং ভিনিসিয়াস জুনিয়র। তাই শুরু থেকে ব্রাজিলের দুটি উইংকে বন্ধ করে দেন ক্রোট ফুটবলাররা। নেইমারের পিছনে পুলিশ মার্কিং করে ব্রাজিলের হাইলাইন ফুটবল আটকে দেন কোভিসিচরা। আর সেই কারণে দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফিনা এবং ভিনিসিয়াসকে তুলে নিতে বাধ্য় হন ব্রাজিল কোচ তিতে। ক্রোটরা জানেন, ডিফেন্সের মুখে ফাঁক আটকে দিতে পারলে, ব্রাজিল আটকে যাবে। তাই হয়েছে। পুরো ম্য়াচে দুটো উইং বন্ধ হতেই ভোঁতা হয়ে যায় সাম্বা। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম ৪০ মিনিটের মধ্য়ে চার গোল করেছিল ব্রাজিল। ক্রোট কোচ সেই ভুল করেননি। বরং টার্গেটই ছিল লুকা মদ্রিজকে দিয়ে ব্রাজিলের মাঝমাঠ আটকে দেওয়া। তাতে ভীষণ ভাবে সফল ডালিচ। সেইসঙ্গে ডিফেন্সের সামনে সাটার নামিয়ে দেওয়া।