রবিবার কাতারে বিশ্বকাপের (Qatar World Cup 2022) প্রথম ম্যাচ। নামছে আয়োজক দেশ কাতার ও ইকুয়েডর। সেই প্রথম ম্যাচের দায়িত্ব পেলেন ইতালির রেফারি ড্যানিয়েলে অরসাতো।
৪৬ বছর বয়স অরসাতো। ২০১০ সাল থেকে ফিফা অফিসিয়ালসের হয়ে কাজ করছেন। এর আগে ২০১৮ বিশ্বকাপে ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির কাজ করেছেন অরসাতো। ২০২০ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল (Champions League Final) খেলেছিল প্যারিস সাঁ জাঁ ও বায়ার্ন মিউনিখ। লিসবনে সেই হাইভোল্টেজ ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি।
আরও পড়়ুন: রোনাল্ডোকে ছেঁটে ফেলতে পারে ম্যান ইউ, কী হবে পর্তুগাল তারকার ভবিষ্যত!
রবিবার দোহায় আল বায়েত স্টেডিয়ামে নামবে কাতার ও ইকুয়েডর। এবার বিশ্বকাপে আয়োজক দেশ কাতার প্রথম অংশ নেবে। চতুর্থবার বিশ্বকাপে নামবে ইকুয়েডর। বিশ্বকাপের এ গ্রুপে আছে সেনেগাল ও নেদারল্যান্ডস।