কাতারে ফের হাসি মুখে মাঠে নামছেন ড্যানিস ফুটবল তারকা ক্রিশ্চিয়ান এরিকসন। ব্রাজিল, কোস্টারিকা, জাপানের পর সোমবার বিশ্বকাপের ২১ জনের দল ঘোষণা করেছে ডেনমার্ক। সেই দলে রাখা হয়েছে এরিকসনকে। গত বছর ইউরো কাপের প্রথম ম্য়াচে ফিনল্যান্ডের বিরুদ্ধে মাটিয়ে লুটিয়ে পড়েছিল এরিকসন। বেশ কিছুক্ষণের জন্য মাঠে বন্ধ হয়ে গিয়েছিল তাঁর হৃদযন্ত্র। তারপর অনেক লড়াই করে ফের ফুটবলে ফিরেছেন তিনি। আর বিশ্বকাপে দলে তাঁর নাম ঘোষণাকে রূপকথা বলছে ফুটবল দুনিয়া।
অসুস্থ হয়ে মাঠে ফিরে ক্লাব পাননি। সেখানেও করতে হয়েছে লড়াই। ইংল্যান্ডের এক অখ্যাত ক্লাব থেকে ফের নিজেকে তিনি তৈরি করেছেন। নতুন করে ফুটবল শিখেছেন। এবং নিজের ফিটনেস বাড়িয়েছেন। তারপর এই বছর জানুয়ারিতে ফের ডাক পেয়েছেন ডেনমার্কের জাতীয় দলে। ফর্মে ফিরতে খুলে গিয়েছে ভাগ্য। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্য়ানচেস্টার ইউনাইটেডের এখন নিয়মিত সদস্য এই ড্যানিস ফুটবলার।
ডেনমার্ক ফুটবল সংস্থা জানিয়েছে, প্রাথমিক ভাবে ২১ জনের নাম ঘোষণা করা হল। বাকি পাঁচ জনের নাম পরে ঘোষণা করা হবে। এই সপ্তাহেই কাতার পৌঁচ্ছে যাবে ডেনমার্ক। গ্রুপ-ডিতে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স, অস্ট্রেলিয়া ও তিউনেসিয়ার সঙ্গে আছে ডেনমার্ক। কাতারে তাদের অভিযান শুরু ২২ নভেম্বর। প্রতিপক্ষ তিউনেসিয়া।