নায়ক ডেভিড উইলিয়ামস (David Williams)। এএফসি কাপের (AFC Cup) মূলপর্বে এটিকে-মোহনবাগান (Atk-Mohunbagan)। মঙ্গলবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের বাংলাদেশের (Bangladesh) আবাহনী ঢাকাকে ৩-১ গোলে উড়িয়ে দিল সবুজ-মেরুন। ম্যাচের প্রথম গোল করেছিলেন তিনি। শেষও করলেন উইলিয়ামস।
গত মরশুমে সবচেয়ে দ্রুত গোল করে আইএসএলে (Isl) রেকর্ড তৈরি করেছিলেন ডেভিড উইলিয়ামস। এদিন ম্যাচের ছয় মিনিটেই সবুজ-মেরুনকে এগিয়ে দেন তিনি। ২৯ মিনিটে তাঁর দ্বিতীয় গোলের পিছনে অবদান প্রবীর দাসের একটি ক্রস। যদিও এখানেই শেষ হয় বাংলাদেশের ক্লাবের বিরুদ্ধে প্রথমার্ধে আরও গোল পেতে পারত জুয়ান ফেরেন্দোর ছেলেরা।
দ্বিতীয়ার্ধেও সুযোগ তৈরি করে এটিকে-মোহনবাগান। তবে তা হারান মনভীর সিং। ৬১ মিনিটে ব্যবধান কমায় আবাহনী। গোল করেন কলিনডার্স। ডিফেন্সে নেই সন্দেশ। ফরোয়ার্ডে ছিলেন না রয় কৃষ্ণা। তবুও এই সবুজ-মেরুন প্রায় গোটা মাঠই দাপিয়ে বেড়ায়। ম্যাচের ৮৬ মিনিটে বুমোর পাস থেকে গোল করে এটিকে-মোহনবাগানকে এএফসি কাপে মূল পর্বে তোলে ডেভিড উইলিয়ামস।