যে শহরে তিনি জন্মেছেন, সেই শহর রোজারিওতে ঢুকলেই তাঁকে হত্যা করে দেওয়া হবে। এমনটাই হুমকি পেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার ডি মারিয়া। এমনটাই জানা গিয়েছে আর্জেন্টিনার এক সংবাদমাধ্যম সূত্রে। এই নিয়ে গত এক বছরে দু'বার হুমকি পেলেন রি আর্জেন্টাইন তারকা ফুটবলার।
অভিযোগ, বুলেটবিদ্ধ শুয়োরের কাটা মাথার সঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সতীর্থ এবং প্রিয় বন্ধু ডি মারিয়াকে একটি হুমকি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে জানানো হয়েছে,ডি মারিয়া যদি খেলার জন্য রোজারিওতে ফিরে আসেন তাহলে শুয়োরের মতো তাঁর মেয়েরও এরকমই কাটা মাথা দেখতে হবে।
উত্তর আমেরিকার হাই-প্রোফাইল একাধিক ফুটবলারকে টার্গেট করা হয়েছে। হুমকি, ব্ল্যাকমেল-সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সম্মুখীন হচ্ছেন তাঁরা। এর মধ্যেই এক টিভি স্টেশন রোজারিয়ো থ্রি হুমকি পাওয়ার কথা জানিয়েছেন ডি মারিয়া।
মারিয়া জানিয়েছেন,তাঁর বোনের যেখানে ব্য়বসা, সেখানে একটি শুয়োরের বুলেট গাঁথা কাটা মাথা পাঠানো হয়েছে। সঙ্গে একটি নোট পাঠানো হয়েছে। যেখানে লেখা,পরের কাটা মাথাটি হবে তাঁর কন্য়া পিয়ার। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তিনি রোজারিওতে ফিরবেন না। তিনি পরবারের কোনও ক্ষতি হতে দেবেন না। তিনি শান্তি চান।