কাতার বিশ্বকাপের মঞ্চে দীপিকা পাডুকোন (Deepika Padukone)! না, ম্যাচ দেখতে নয়। বিশ্বকাপের ফাইনালে (Qatar World Cup Final) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন দীপিকা। পিঙ্কভিলা জানিয়েছে, ফুটবল বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচন করবেন দীপিকা।
এর আগেও আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার দেশের মুখ উজ্জ্বল করেছেন বলিউড অভিনেত্রী। কখনও হলিউডে ছবি করেছেন, কখনও কান ফেস্টিভ্যালে জুরিদের তালিকায় জায়গা করে নিয়েছেন। এবার তাঁর মুকুটে নয়া পালক জুড়তে চলেছে।
আরও পড়ুন: বন্ধ হচ্ছে ধারাবাহিক, শেষ দিনের শুটিং-এ আবেগঘন মুহূর্ত কলাকুশলীদের
সূত্রের খবর, ফাইনালের আগেই দোহা যাচ্ছেন অভিনেত্রী। ফাইনালে ভরা স্টেডিয়ামে তাঁর হাত ধরেই উন্মোচিত হবে বিশ্বকাপের ট্রফি। সত্যিই যদি বিশ্বকাপের ফাইনালের মঞ্চে দীপিকাকে দেখা গেলে, অত্যন্ত গর্বের।