তিরে এসে তরী ডুবল। ঘানাকে দুই শূন্য গোলে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিল উরুগুয়ে। এই ম্য়াচ হেরে বিদায় হল ঘানার। প্রায় ৯৮ মিনিট পর্যন্ত সুযোগ পেয়েও ঘানার বিরুদ্ধে তিন গোল করতে পারল না দিয়েগো আলানসোর দল। পর্তুগালকে ২-১ গোলে অন্যম্য়াচে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। এই ম্য়াচে ঘানাকে তিন-শূন্য গোলে হারাতে পারলেই নকআউটে ওঠার সুযোগ পেত উরুগুয়ে। কিন্তু ৩২ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে গিয়েও, ৯৮ মিনিট পর্যন্ত ৩-০ গোলে জিততে পারলেন না লুইস সুয়ারেজ, এডিলসন কাভানিরা। ঘোষণা করেননি। কিন্তু এটা নিশ্চিত এই ম্য়াচ হারার পর আর হয়তো লুইস সুয়ারেজকে পরের বিশ্বকাপে দেখা যাবে না। প্রায় একই ঘটনা কাভানির ক্ষেত্রেও।
ঝুলিতে এক পয়েন্ট। এদিন গ্রুপের ম্য়াচে ঘানার বিরুদ্ধে শুরু করেছিল লাতিন আমেরিকার অন্যতম কুলিন ফুটবল দেশ উরুগুয়ে। আফ্রিকার ঘানার বিরুদ্ধে এদিন কোনো ঝুঁকি নেননি উরুগুয়ের কোচ দিয়েগো আলানসো। প্রথম থেকেই ঘানার উপর চাপ বাড়াতে নামিয়ে দেন লুইস সুরায়েজকে। কিন্তু আফ্রিকার এই ফুটবল দেশের কাছে উল্টে চাপে পড়ে যায় উরুগুয়ে। ম্য়াচের ২০ মিনিটেই উরুগুয়ে বক্সের মধ্যে ফাউল থেকে পেনাল্টি পায় ঘানা। কিন্তু ঘানা অধিনায়ক আন্দ্রে আয়ুর শট বাঁচিয়ে দেন রোসেট। এর ছ মিনিটের মধ্যে উরুগুয়ের প্রথম গোল। দ্বিতীয় গোল আসে আরও ছ মিনিট পর।
অনেক দোলাচলের পর কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিল উরুগুয়ে। ম্য়াচ শেষে দেখা গেল জার্মান রেফারির দিকে তেড়ে গেলেন উরুগুয়ের ফুটবলাররা। এই ম্য়াচে হলুদ কার্ড দেখানো হল জলের মতো।