২০১৭ সাল থেকে ইচ্ছে ছিল। সেই স্বপ্নপূরণ হল ২০২২ সালের পয়লা বৈশাখে (Poila Baishakh)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে পথচলা শুরু করল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC)। শুরুতেই অভিষেক জানান, প্রথম বছর থেকেই চ্যাম্পিয়ন হতে হবে ক্লাবকে।
পয়লা বৈশাখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ক্লাবের লোগো উন্মোচন হল। সামনে এল ক্লাবের ক্লাবের হোম ও অ্যাওয়ে জার্সিও। ক্লাবের ট্যাগলাইনে আছে 'দমদার হারবার ডায়মন্ড হারবার।' এদিন বাটানগর স্টেডিয়ামে ঢাকের বোল, পুরোহিতের মন্ত্রে ক্লাবের বারপুজোতে (Bar Puja) উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। বেলা ১২টা ১০ নাগাদ স্টেডিয়ামে আসেন তিনি। ক্লাবের সচিব মানস ভট্টাচার্য ও সভাপতি গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। কোচের দায়িত্বে থাকবেন কৃষ্ণেন্দু রায়।
আরও পড়ুন: ঘিয়ে পাঞ্জাবি-লাল বেনারসিতে বাঙালি সাজে রণবীর-আলিয়া, ব্যাপারখানা কী?
গত বছর এমপি কাপের পরই অভিষেক জানান, তাড়াতাড়ি প্রথম ডিভিশন ক্লাব আনবেন তিনি। এই কাজ সাফল্যের সঙ্গে হওয়ায় ধন্যবাদ জানালেন ফুটবল নিয়ামক সংস্থা IFA-কে। প্রথম বছর থেকেই ফাস্ট ডিভিশনে খেলবে ডায়মন্ড হারবার এফসি।
এদিন অনুষ্ঠানে ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, বিধায়ক অশোক দেব, মোহন নস্কর, পান্নালাল হালদার, প্রাক্তন ফুটবলার সৈয়দ রহিম নবিরাও। এদিন ক্লাবের লোগো উন্মোচনের পর অভিষেক বলেন, "ডায়মন্ড হারবারকে এবার চ্যাম্পিয়ন হতে হবে। প্রথম ডিভিশন থেকে যাত্রা শুরু করেই চ্যাম্পিয়ন হতে হবে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব যাতে আরও অনেক উচ্চতায় পৌঁছতে পারে, সেই কাজে সবার সহযোগিতা চাই। শুধু কলকাতা ফুটবল লিগ নয়, আশা করছি আমরা আগামী এক বা দু বছরের মধ্যে প্রিমিয়ার এ বা বি-তে খেলব।"