কাতার বিশ্বকাপের আগে দেশজুড়ে দিয়েগো মারাদোনা! বিশ্বকাপের মাসেই আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে একটি বিরাট এলাকাব্যাপী দেওয়ালচিত্র সামনে এল।
বুয়েনস আইরেসের একটি ১৪ তলা বহুতলজুড়ে এই দেওয়ালচিত্রটি আঁকা হয়েছে। মারাদোনার একটি গ্রাফিটি তৈরি হয়েছে। জাতীয় দলের জার্সি পরে দেখা যাচ্ছে ফুটবল কিংবদন্তিকে। ডান হাত ওঠানো। আর মুখে সেই চেনা আবেগ। স্ট্রিট গ্রাফিটি শিল্পী মার্টিন রন এই দেওয়ালচিত্রটি তৈরি করেছেন। একটি ফটোগ্রাফ থেকে অনুপ্রাণিত হয়ে এই দেওয়ালচিত্র তৈরি করেছেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক আইরিশ বোলার জস লিটলের
১৯৯০ ফুটবল বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় এই আবেগ ধরা পড়ে ফুটবল রাজপুত্রের মুখে। সেই ম্যাচে ফাইনালে ১-০ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। শিল্পীর মতে, এই বিশ্বের সবথেকে বড় মারাদোনার গ্রাফিটি এটি।