প্রতীক্ষার অবসান। ইস্টবেঙ্গলে এলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। ২ বছরের জন্য এই গ্রিক স্ট্রাইকার কে সই করিয়েছে লাল-হলুদ। এদিকে কিয়ান নাসিরিকে ছেড়ে দিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস। চেন্নাইয়িন এফসি-তে সই করলেন তিনি।
গত আইএসএল মরশুমে সর্বাধিক গোলদাতা দিমিত্রি। কেরল ব্লাস্টার্সের জার্সিতে খেলেছিলেন। ১৭ ম্যাচে ১৩ গোল করেন তিনি। এবার আইএসএলের সেরা স্ট্রাইকার খেলবেন ইস্টবেঙ্গলের হয়ে। কোচ কার্লেস কুয়াদ্রাত জানিয়েছেন, ভারতীয় ফুটবলের সঙ্গে মানিয়ে নিয়েছেন দিমিত্রিয়স। অনেকগুলো ক্লাবই ওকে দলে নিতে চেয়েছিল। ও ইস্টবেঙ্গলকে বেছে নিয়েছে।
এদিকে তরুণ ফুটবলার কিয়ান নাসিরিকে ছেড়ে দিয়েছে মোহনবাগান। শুক্রবার চেন্নাইয়িন এফসিতে যোগ দিয়েছেন তিনি।