বদলা, প্রতিশোধ কিছুই হল না। উল্টে মাত্র এক পয়েন্ট নিয়ে চেন্নাইয়ে মাঠ ছাড়ল এটিকে-মোহনবাগান। ঘরের মাঠে মুম্বইয়ের কাছে হারের পর এই ম্যাচ খেলতে নেমেছিল সবুজ-মেরুন। গোটা ম্যাচে অনেক সুযোগও পেয়েছিল। কিন্তু নিট ফল গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হল। পয়েন্ট তালিকায় ২৪ পয়েন্ট। এখনও চার নম্বরে রয়েছে কলকাতার এই দল। সুতোয় ঝুলছে সেমিফাইনালে ওঠার ভাগ্য।
চেন্নাইয়ের মাঠে এদিন প্রথম থেকেই শুরু করেছিলেন মনবীর সিং। ফলে গতি পেয়েছিল সবুজ-মেরুনের আক্রমণ। কিন্তু সেগুলো গোলে ঢুকল না। লিস্টন থেকে আশিস, সবাই গোলের সুযোগ পেয়েও, তা নষ্ঠ করলেন। পাল্টা আক্রমণে এলেও চেন্নাইয়ান এফসি আটকে গেল মোহনবাগান গোলকিপার বিশাল কায়েতের কাছে। গত ম্যাচেও ভাল খেলেছিলেন বিশাল।
১৪ ম্যাচে সবুজ-মেরুনের ২৪ পয়েন্ট। এখনও চার নম্বরে রয়েছে কলকাতার এই দল। টুর্নামেন্টের প্রথম দল হিসাবে এখনও শীর্ষে বসে আছে মুম্বই। পরিস্থিতি যা তাতে আগামী দিনে আরও মেহনত করতে হবে জুয়ান ফেরেন্দো ও তাঁর মোহনবাগানকে।