ডুরান্ড কাপে প্রথম জয় পেল মহমেডান স্পোর্টিং। শুক্রবার ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ২-১ গোলে জিতল মহমেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচে মহমেডান স্পোর্টিংকে এগিয়ে দিয়েছিলেন ডেভিড।
মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচে হার মানতে হয়েছিল মহামেডান স্পোর্টিংকে। ফলে অধরা জয়ের খোঁজে ছিল মেহরাজউদ্দিনের দল। দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ফিরে এল রেড রোডের ধারের ক্লাব।
প্রথম ৪৫ মিনিট ছিল গোলশূন্য। পরের ৪৫ মিনিটে ম্যাচের রং বদলে যায়।
হাফ টাইমের ঠিক পরেই ডেভিড গোল করে এগিয়ে দেন মহামেডান স্পোর্টিংকে। ৬৯ মিনিটে ব্যবধান বাড়ায় সাদা-কালো শিবির। শেষলগ্নে সান্ত্বনা গোল করে ইন্ডিয়ান নেভি।
লাল কার্ড দেখায় এই ম্যাচে ১০ জনে খেলে রেড রোডের এই ক্লাব। রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। এআইএফএফ এবং ডুরান্ড কমিটির কাছে এবিষয়ে নালিশ জানাতে পারে সাদা-কালো ব্রিগেডের।