১৩২তম ডুরান্ড কাপ (Durand Cup 2023) জয় মোহনবাগানের (Mohun Bagan)। ইস্টবেঙ্গলকে (East Bengal) এদিন শুধু হারালই না, পরিসংখ্যানেও ছাপিয়ে গেল সবুজ-মেরুন। এতদিন পর্যন্ত দুই দল ১৬বার করে চ্যাম্পিয়ন হয় এই টুর্নামেন্টে। এবার ইস্টবেঙ্গলকে পেরিয়ে গেল মোহনবাগান। ডার্বির প্রতিশোধ আর ট্রফি জয়ের তৃপ্তির শেষে কত টাকা পুরস্কার মূল্য পেল ক্লাব!
ডার্বিতে ১-০ গোলে জয় মোহনবাগানের। ফাইনালে গোল করলেন পুরনো নায়ক দিমিত্রিস। ডুরান্ডে সেরা প্লেয়ার হলেন ইস্টবেঙ্গলের নন্দকুমার। সব থেকে বেশি গোল করে গোল্ডেন বুট মহমেডানের ডেভিড লালহানসঙ্ঘা। সোনার গ্লাভস পেয়েছেন মোহনবাগানের বিশাল কাইথ। প্রত্যেকেই ৪ লক্ষ টাকা করে পুরস্কার মূল্য জিতলেন। রানার্স হয়ে ইস্টবেঙ্গল পেল ৩০ লক্ষ টাকা। ৬০ লক্ষ টাকা পেল চ্যাম্পিয়ন মোহনবাগান। রাজ্যপাল সিভি আনন্দ বোস দুই টিমের হাতে পুরস্কার তুলে দেন।
আরও পড়ুন: ডার্বির সংজ্ঞা বদলে দিল যুবভারতী, লাল-হলুদকে গার্ড অফ অনার সবুজ-মেরুনের
ডুরান্ড কাপে গ্রুপ পর্বের ডার্বিতে হারে মোহনবাগান। ফাইনালে সেই ইস্টবেঙ্গলকে হারিয়ে ট্রফি জয় বাগানের। আইএসএলের আগে বদলার ম্যাচে ট্রফি জিতে শেষ করল মোহনবাগান।