আজ থেকে শুরু হবে ১২৩ তম ডুরান্ড কাপ (Durand Cup 2023)। আর এই কাপের প্রথম ম্যাচেই খেলতে নামছে ঘরোয়া লিগে গ্রুপ শীর্ষে থাকা মোহনবাগান। প্রতিপক্ষ বাংলাদেশ (Mohun Bagan SG vs Bangladesh Army) ।
ইতিমধ্যেই মোহনবাগান মাঠে সিনিয়র দল অনুশীলন শুরু করে দিয়েছে। যুব দল ও সিনিয়র দলের বাছাই করা খেলোয়াড়দের নিয়ে ক্লোজ ডোরে নেওয়া হয়েছে প্রস্তুতি। ফলে ম্যাচের আগে দল নিয়ে মুখ খুলতে নারাজ কোচ।
ম্যাচের আগে কোচ জানিয়েছেন বাগান নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি। কোচ বাস্তব রায়ের কথায়,মোহনবাগান এখন যে গ্রুপে রয়েছে সেটা গ্রুপ অফ ডেথ বলা যায়। এটি ডুরান্ড কাপের সব থেকে কঠিন গ্রুপ। কিন্তু সব ম্যাচেই ভাল খেলে চ্যম্পিয়ন হয়ার চেষ্টা করবে সবুজ-মেরুন।
আরও পড়ুন - লারার সঙ্গে কথা ইশান কিষান ও শুভমন গিলের, মুগ্ধতা কাটছে না দুই ভারতীয় ক্রিকেটারের
কলকাতা লিগে গ্রুপ শীর্ষে রয়েছে মোহনবাগান। পাশাপাশি রয়েছে এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টও। এর মধ্যেই ডুরান্ডে বাংলাদেশের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে মেরিনার্স।