ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষণা হল। ২৪ অগাস্ট থেকে শুরু কোয়ার্টার ফাইনালের লড়াই। সেদিন খেলতে নামবে নর্থ ইস্ট ইউনাইটেড ও আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড। ২৫ অগাস্ট নামবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ গোকুলাম এফসি। মোহনবাগানের মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি। ২৭ অগাস্ট নামবে সবুজ-মেরুন। কলকাতার দুই প্রধান নামবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। বাকি দুই কোয়ার্টার ফাইনাল হবে গুয়াহাটিতে।
ডুরান্ডের গ্রুপ লিগে একই সঙ্গে ছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেরা দল হিসেবে নক-আউটে উঠেছে মোহনবাগান। সেকেন্ড টিম হিসেবে নক-আউটে ইস্টবেঙ্গল। কোয়ার্টার ফাইনালে তাঁদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।
কলকাতা লিগ ও ডুরান্ডের পাশাপাশি এএফসি কাপেও খেলছে মোহনবাগান। মঙ্গলবার বাংলাদেশের ঢাকা আবাহনীর বিরুদ্ধে নামবে সবুজ-মেরুন শিবির। এই ম্যাচের পরই ডুরান্ড নিয়ে পরিকল্পনা করবে কোচ।