ইউরো অভিযান শুরু নেদারল্য়ান্ডসের। আর প্রথম ম্যাচের আগেই হ্যামবুর্গের রাস্তার রং কমলা। স্লোগান, গান, ড্রামের তাল আর গর্জনে মেতে উঠলেন সমর্থকরা। হাজার হাজার সমর্থক শহরের বিভিন্ন ফ্যান জোনগুলিতে জড়ো হন।
দাবি করা হয়, ইউরোর সব দলগুলির মধ্যে সবথেকে বেশি গর্জন করতে পারে ডাচ সমর্থকরাই। তাঁদের ফ্য়ান বেস সবথেকে বেশি। হ্যামবুর্গে সকাল থেকেই কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল। স্টেডিয়ামের মধ্যে যাতে কোনও ধরনের সমস্যা না হয়, তাও নিশ্চিত করার দায়িত্ব ছিল হ্যামবুর্গের নর্দান সিটি পুলিশের।
বেলা গড়াতেই, হ্যামবুর্গ শহর জুড়ে যেন কমলা ঝড়। ভ্যান ডিক, গাকপোদের সমর্থনে হাজার হাজার সমর্থক স্টেডিয়ামের উদ্দেশে চলছেন। কারও মুখে জাতীয় সঙ্গীত, কারও মুখে ফুটবলের স্লোগান। গান, বাজনা মিশিয়ে হ্যামবুর্গ শহরের আনাচে কানাচে যেন মিশে গেল ডাচ সংস্কৃতি। এটাই বোধ হয় ইউরো কাপের সৌন্দর্য্য। সমর্থকদের ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।