১৯ ম্যাচে ১৯ পয়েন্ট। আইএসএলে দশ নম্বর স্থানে । ডার্বির (Kolkata Derby) আগে এত করুণ অবস্থা, এর আগে হয়নি ইস্টবেঙ্গলের (East Bengal)। শনিবার মরশুমের ফিরতি লেগের ডার্বি। তবু কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন জানালেন, এটাই ইস্টবেঙ্গলে সেরা মরশুম। এদিকে প্লে-অফে কোয়ালিফাই করলেও ডার্বির আগে চিন্তায় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শনিবার দলে থাকবেন না তিন বিদেশি। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী স্প্য়ানিশ কোচ জুয়ান ফেরান্দো।
কার্ড সমস্যার জেরে ছিটকে গিয়েছেন ব্রেন্ডন হ্যামিল। ডার্বিতে চোটের জন্য সবুজ-মেরুনের হয়ে মাঠে থাকবেন না হুগো বুমোস ও কার্ল ম্যাকহিউ। এবার ডার্বি জিতলে, ঘরের মাঠে প্লে-অফ খেলার সুযোগ মোহনবাগানের। এদিকে ইস্টবেঙ্গল শিবিরে ক্লেটন সিলভা এই মরশুমের সেরা ফুটবলার। টানা সাতটি ডার্বি হেরে খেলতে নামছে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: মায়ের অসুস্থতা কমেনি, তৃতীয় টেস্টে অধিনায়ক কামিন্সকে ছাড়াই নামছে অস্ট্রেলিয়া
শনিবার ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামবেন না গত ম্যাচে জোড়া গোল করা ম্যাকহিউ। তবে এবার ডার্বি জয়ের ব্যাপারে আশাবাদী লাল-হলুদ ব্রিগেড।