ঘোষণা হল আইএসএলের (Indian Super League) প্রথম পর্বের সূচি। লক্ষ্মীপুজোর দিন মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। ২৮ অক্টোবর আইএসএলের প্রথম লেগের ডার্বি। এদিন বিশ্বকাপে (ODI World Cup) ইডেন গার্ডেন্সেও ম্যাচ আছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। যুবভারতীতে রাত ৮টা থেকে শুরু হবে কলকাতা ডার্বির (Kolkata Derby) এই হাইভোল্টেজ ম্যাচ।
আইএসএলে ২৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে মোহনবাগাান। এবার আইএসএলে অভিষেক হয়েছে পঞ্জাব এফসি। তাঁদের বিরুদ্ধেই নামবে মোহনবাগান। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে। ২৫ সেপ্টেম্বর তাঁদের প্রথম ম্যাচ।
আরও পড়ুন: রবিবার ফের ভারত-পাক ম্যাচ, টিম ইন্ডিয়াকে হুঙ্কার বাবর আজমের
আগের ঘোষণা অনুযায়ী এবার ২১ সেপ্টেম্বর আইএসএলের ঢাকে কাঠি পড়ছে। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি।