চ্যাম্পিয়নের পর রানার্স। ডুরান্ডে বড় জয় দিয়েই মরশুমের প্রথম টুর্নামেন্ট শুরু করল ইস্টবেঙ্গল। সোমবার যুবভারতীতে ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে প্রথম ম্যাচে লাল-হলুদের মশাল জাললেন ডেভিড, দিমিত্রিয়স এবং ক্রেসপো। যদিও ম্যাচের শুরুতে লাল-হলুদ ডিফেন্সে এয়ারস্ট্রাইক হয়ে গিয়েছিল। সোমনন্দ সিংয়ের গোলে ম্যাচে এগিয়ে ছিল বায়ুসেনা।
প্রায় পূর্ণ শক্তি নিয়েই ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। তবুও বেশ কয়েক মিনিট এদিন যুবভারতীতে বেশ আগোছালো দেখায়। আর সেই সুযোগটা নেন ভারতীয় বায়ু সেনার ফুটবলাররা। যদিও ডেভিডের গোলে সমতায় ফিরে প্রথম ৪৫ মিনিটে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধে দিমিত্রিয়াস মাঠে নামিয়ে কৌশল বদলাল কুয়াদ্রাত। তাতেও কাজও দেয়। লাল-হলুদ জার্সিতে প্রথম গোল করলেন ইস্টবেঙ্গলের দ্রিমি। সাত মিনিট পরে গোল করেন ক্রেসপো। এ বারও ক্রস দেন সেই তালাল।