আইএসএলে ইস্টবেঙ্গলের বেঙ্গালুরু জয়। রবিবার ম্যাচ থেকে তিন পয়েন্ট পেল লাল-হলুদ। এদিনের ম্যাচে কলকাতার ক্লাব জিতল ২-১ গোলে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ক্রেসপো এবং ক্লেটন সিলভা। সুনীল ছেত্রীর গোলে একসময় ম্যাচে সমতায় ফিরেছিল বেঙ্গালুরু। এই জয়ের ফলে ২১ ম্যাচে ২৪ পয়েন্ট ইস্টবেঙ্গলের।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। লাল-হলুদের চোখে এখন প্লে-অফ খেলার স্বপ্ন। ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল পায় লাল-হলুদ। গোল করে দলকে এগিয়ে দেন ক্রেসপো। প্রথম ৪৫ মিনিটে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে কুয়াদ্রাতের দল।
তবে, সুনীল ছেত্রীর পেনাল্টি থেকে করা গোলে ঘরের মাঠে সমতায় ফেরে বেঙ্গালুরু। ম্যাচের বয়স তখন ৬০ মিনিট। ১৩ মিনিট পর বেঙ্গালুরুর কফিনে শেষ পেরেক ঠুকে দেন ক্লেটন। ১০ তারিখ দিল্লির ফাঁকা স্টেডিয়ামে পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল।