ইন্ডিয়ান সুপার লিগে এই মরশুমে তৃতীয় জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। জামশেদপুরের জেআরডি টাটা স্টেডিয়ামে জামশেদপুরকে ৩-১ গোলে উড়িয়ে দিল লাল-হলুদ। ঝাড়খণ্ডের মাাঠে মশাল জ্বলল ব্রাজিলীয় ক্লেটন সিলভার জোড়া গোলে। এই জয়ের ফলে আট ম্য়াচে ৯ পয়েন্ট নিয়ে তালিকায় এখন আট নম্বরে কলকাতার বড় প্রধান।
জামেশদপুরের মাঠ গুছিয়ে ওঠার আগেই ইমামি ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দলের কেরলের ফুটবলার ভি পি সুহের। ম্য়াচে দু মিনিটেই লিড নেয় লাল-হলুদ। এরপর ধীরে ধীরে ম্য়াচে ফেরার চেষ্টা করে লিগ টেবলের ১০ নম্বরে থাকা জামশেদপুর। কিন্তু ম্য়াচের উল্টো স্রোতে বয়ে ২৬ মিনিটেই ২-০ করেন ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা। ম্য়াচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান জামশেদপুরের জে টমাস।
২-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে লাল-হলুদ। মরশুমের তৃতীয় জয় নিশ্চিত করেন সেই ক্লেটন। এই বছরই বেঙ্গালুরু থেকে ইস্টবেঙ্গলে এসেছেন এই ব্রাজিলীয়। গত দুটি জয়েও তাঁর ভূমিকা ছিল। এবারও তাঁর পায়ে স্বস্তি দিল কলকাতার এই ক্লাবকে। ৯ ডিসেম্বর ইস্টবেঙ্গলের পরের ম্য়াচ। অ্য়াওয়ে ম্য়াচে প্রতিপক্ষ হায়দরাবাদ।