কেরলের মাঠে আইএসএলে জয় পেল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবারের ম্যাচে লাল-হলুদ জিতল চার-দুই গোলে। ম্যাচে দুটি করে গোল ক্রেসপো ও নওরম মহেশের। এই ম্যাচে দুটি লাল কার্ড দেখে ৯ জনে খেলে কেরল। এই জয়ের ফলে ২০ ম্যাচে ২১ পয়েন্ট হয়েছে ইস্টবেঙ্গলের।
যদিও ঘরের মাঠে ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যায় কেরল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। এর আগেই অবশ্য লালকার্ড দেখে মাঠ ছাড়েন জিকসন সিং।
ম্যাচে ৭১ মিনিটে ক্রেসপোর গোলে কেরলের মাঠে লিড পায় ইস্টবেঙ্গল। ৮২ মিনিটে মহেশের গোলে ম্যাচের ফল হয় তিন-এক। যদিও ৭৪ মিনিটে নোওচা সিং লাল কার্ড দেখায় ৯ জন হয়ে যায় কেরল। তাতেও ৮৪ মিনিটে হিজাজির আত্মঘাতী গোলে ম্যাচ ২-২ করে কেরল। কিন্তু ৮৭ মিনিটে মহেশের গোলে ম্যাচ বার করে ইস্টবেঙ্গল।