ডুরান্ডের পর কলকাতা লিগ। ময়দানেও মশাল জ্বলছে। সোমবার কলকাতা পুলিশকে দুই-এক গোলে হারিয়েদিল ইস্টবেঙ্গল। ম্যাচের ১৫ মিনিটে অভিষক কুঞ্জমের গোলে লিড নেয় লাল-হলুদ। ৪৭ মিনিটে পুলিশকে ম্যাচে ফেরান জগমিত সিং। ৮৮ মিনিটে বিষ্ণুর গোলে কলকাতা লিগে তিন পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ইস্টবেঙ্গল।
ডুরান্ডের প্রথম একাদশের সঙ্গে এদিনের প্রথম একাদশের কোনও মিল ছিল না। যুবদের উপর আস্থা রেখেই পুলিশের বিরুদ্ধে দল সাজিয়ে ছিলেন লিগে ইস্টবেঙ্গলের কোচ বিনু জর্জ। সেই যুবরাই ভরসা দিলেন কোচকে। জেসিন টিকের পাস থেকে দলকে এগিয়ে দেন অভিষেক।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোল খেয়ে অবশ্য তৈরি হয়েছিল অ্যান্টি ক্লাইম্যাক্স। টানটান ম্যাচে হঠাৎ করে হাওয়া গরম হয় ম্যাচের ৫৭ মিনিটে। ইস্টবেঙ্গলের তুহিন দাস ও পুলিশের এক ফুটবলার বচসায় জড়িয়ে পড়েন। ৬৭ মিনিটে তিনটি পরিবর্তন করেন বিনু জর্জ। তার মধ্যে ছিলেন বিষ্ণু পিভি। তাঁর সঙ্গেই পুলিশের ব্যারিকেড ভাঙে ইস্টবেঙ্গল।