কলকাতা লিগে দুরন্ত ছন্দে ইস্টবেঙ্গল। সোমবার প্রতিপক্ষ ভবানীপুরকে ১-০ গোলে হারিয়ে নিজের গ্রুপ শীর্ষে উঠে এল লাল-হলুদ ব্রিগেড। মোট আটটি ম্যাচের পর ইস্টবেঙ্গলের ঝুলিতে এসেছে ২২ পয়েন্ট।
সোমবার কলকাতা লিগের এই ম্যাচে নামার আগে ভবানীপুর এবং ইস্টবেঙ্গল দুটি দলেরই সমান পয়েন্ট ছিল। দুই দলের কাছেই ছিল শীর্ষে পৌঁছনোর হাতছানি। শেষ পর্যন্ত জেসিন টিকের গোলে জয় পেয়ে তালিকা শীর্ষে উঠে আসে ইস্টবেঙ্গল।
এদিন শুরু থেকেই মারাত্মক ছন্দে ছিল ইস্টবেঙ্গল। মাত্র সাত মিনিটের মাথায় প্রতিপক্ষ ভবানীপুরের জালে বল জড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। এরপর চেষ্টা করেও কোনও ভাবেই সমতা ফেরাতে পারেনি ভবানীপুর। শেষ পর্যন্ত এক গোলে ম্যাচ জিতে তিন পয়েন্ট ঘরে তোলে ইস্টবেঙ্গল।