শনিবার ভারী বৃষ্টিতে কলকাতা লিগের ম্যাচ বাতিল হয়ে যায়। রবিবার পিয়ারলেসের বিরুদ্ধে খেলতে নেমে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল লাল-হলুদ ব্রিগেড। ২-১ গোলের ব্যবধানে জয়ী বিনো জর্জের ছেলেরা। এই ম্যাচ জিতে লিগ শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল।
এদিন ইস্টবেঙ্গল টিম ছিলেন সায়ন, বিষ্ণু, আমন, জেসিন, হীরা। গত ম্যাচে ভবানীপুর জয় পাওয়ায় পয়েন্ট নিয়েও লিগ টেবিলে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। এই ম্যাচ জিতে লিগে এখনও অপরাজিত লাল-হলুদ।
ম্যাচ জুড়ে টানা আক্রমণ চালিয়ে যায় ইস্টবেঙ্গল। ৭৭ মিনিটে একক দক্ষতায় বল নিয়ে উঠে যান জেসিন। আশিককে বল পাস দেন। সেখান থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আশিক। দ্বিতীয় গোল এল জেসিনের পায়েই। বাঁ পায়ের দূরপাল্লার শটে গোল করে টিমকে এগিয়ে দেন তিনি।
তবে গোল পাওয়ার পরেও গোল হজমও করতে হল লাল-হলুদকে। ৮৭ মিনিটে গোল করেন পিয়ারলেসের চাইনে। জোসেফ জাস্টিনকে টপকে বক্সে ঢুকে পড়েন তিনি। শেষের দিকে আরও কিছু সুযোগ পেয়েছিল লাল-হলুদ। গোল পেলে ব্যবধান বাড়াতে পারত টিম।