ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচে মোহনবাগানকে (Mohun Bagan) দীর্ঘ সময় পরে হারিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। ডুরান্ড কাপের এই মঞ্চে স্বপ্নের উত্থান হয়েছে লাল-হলুদের। ডুরান্ডের ফাইনালেই (Durand Cup Final 2023) কি সেই স্বপ্নের পতন হবে! কোচ কার্লেস কুয়াদ্রাত, যার মস্তিষ্কপ্রসূত এই লড়াই, তিনিও কিন্তু ফাইনালের আগে বেশ সতর্ক।
রবিবার ডুরান্ডের ফাইনালে নামার আগে মোহনবাগানকে ধারেভারে এগিয়ে রাখলেন কুয়াদ্রাত। জানালেন, এবার মোহনবাগানের বিরুদ্ধে লড়াই মোটেও সহজ হবে না। তিনি মনে করছেন মোহনবাগান টিম হিসেবে অনেকটাই পরিণত হয়েছে। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মুম্বই সিটি এফসি ও সেমিফাইনালে এফসি গোয়াকে হারিয়েছে তারা। এএফসি কাপেও কঠিন ম্যাচ জিতেছে। ফাইনালে ক্লেটন সিলভাকে প্রথম থেকে পাওয়া যাবে কিনা, তা জানা যায়নি। শৌভিক চক্রবর্তী থাকবেন না। দলের ফর্মেশন বদল করবেন ইস্টবেঙ্গল কোচ।
আরও পড়ুন: বিতর্ক দূরে রেখে ফেরান্দোর পাখির চোখ ট্রফি, ইস্টবেঙ্গল ম্যাচে প্রতিশোধ চান সাদিকু
ইস্টবেঙ্গল টিম হিসেবে এই মুহূর্তে অনেকটাই ছন্দে। সেটাই ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়াচ্ছে সমর্থকদের। তবে এই মোহনবাগান টিমকে হারাতে গেলে কসরত করতে হবে লাল-হলুদকে। সেটা মেনে নিচ্ছেন কুয়াদ্রাতও।