পঞ্জাব এফসির বিরুদ্ধে হার। ১-৪ গোলের ব্যবধানে হেরে চলতি মরশুমে আইএসএল অভিযান শেষ ইস্টবেঙ্গলের। আগামী দিনে পরিকল্পনা কী! Editorji বাংলাকে জানালেন কোচ কার্লেস কুয়াদ্রাত।
গতবারের তুলনায় এই মরশুমের শুরুটা ভাল হয়েছিল। কিন্তু মাঝের কয়েকটা ম্যাচের পর ছন্দ হারিয়েছে টিম। স্প্য়ানিশ কোচ মনে করছেন, "প্রথমবার ইস্টবেঙ্গলের প্লে-অফে ওঠার সুযোগ ছিল।" তবে আইএসএল থেকে ছিটকে গেলেও লাল-হলুদ সমর্থকদের ধন্যবাদ জানালেন কুয়াদ্রাত। গোটা মরশুমে সমর্থকরা যেভাবে টিমের পাশে ছিল, তার জন্য তিনি গর্বিত। মনে করছেন স্প্যানিশ কোচ।
আইএসএল থেকে বিদায় নিয়েছে দল। কিন্তু কোচ কুয়াদ্রাতের কাজ শেষ হয়নি। আগামী মরশুমে নামার আগে টিমের অধিনায়ক ও প্রত্যেক ফুটবলারদের নিয়ে বসতে চান তিনি। কুয়াদ্রাত বলেন, "আগামী মরশুমের আগে অধিনায়ক ও দলের ফুটবলারদের সঙ্গে টিমের দুর্বলতা নিয়ে আলোচনা করব। কোথায় খামতি, খুঁজে বের করতে হবে।"
পঞ্জাবের বিরুদ্ধে হারের কোনও অজুহাত দিতে চান না লাল-হলুদ কোচ। দলে নন্দকুমার, সৌভিক চক্রবর্তীর মতো ফুটবলার দলে ছিলেন না। কুয়াদ্রাতের মতে, "প্রতিপক্ষ অনুযায়ী ফুটবলার বেছে নিতে হয়। এই ম্যাচেও সেই মতো দল তৈরি ছিল। প্রথম ৬০ মিনিট ঠিকই চলছিল। শেষ ৩০ মিনিটে খেলা বের করে নিয়েছে পঞ্জাব।"