পরপর দু ম্যাচে হারের পর নর্থ ইস্টকে হারিয়ে ছন্দে ফিরেছে ইস্টবেঙ্গল। ডার্বিতেও তাই জয়ের ধারা ধরে রাখতে চাইছে লাল-হলুদ ব্রিগেড। ৩ পয়েন্টই লক্ষ্য কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের।
প্রতিপক্ষ এটিকে মোহনবাগান মোটেও সহজ প্রতিপক্ষ নয়। আইএসএলে গত ম্যাচে কেরল ব্লাস্টার্সকে ৫ গোল দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তাই সতর্ক লাল-হলুদ কোচ কনস্ট্যান্টাইন। টিমের অনুশীলনে জানালেন, তাঁর কাছে সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। তবে বড় ম্যাচের গুরুত্ব আলাদা, সেটাও মনে করালেন তিনি। নর্থ ইস্টের বিরুদ্ধে জয়ের পর টিমের আত্মবিশ্বাস অনেকটা থাকবে। সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। কনস্ট্যান্টাইন বলেন, "এটা চতুর্থ ম্যাচ। টিমের প্লেযারদের সম্পর্ক আরও মজবুত হয়েছে। প্রত্যেকেই ডার্বির জন্য মুখিয়ে আছে। শনিবার তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ব।"
আরও পড়ুন: বিস্ফোরক ইনিংস খেলার পর বিরাট কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ সূর্যকুমার যাদব
এই ইস্টবেঙ্গল টিমে অনেক ফুটবলার আছেন, যারা ডার্বি খেলেননি। কিরিয়াকু, ক্লেটন সিলভা, অ্যালেক্স লিমার মতো বিদেশিরা ডার্বি খেলেননি। দেশের ফুটবলার অনিকেত যাদব, কমলজিৎ সিংরাও ডার্বির স্বাদ পাননি। তবে কোচ কনস্ট্যান্টাইন মনে করছেন, নর্থ ইস্টের বিরুদ্ধে যে ছন্দে টিম খেলেছিল, ডার্বিতে সেটাই ধরে রাখার চেষ্টা করবেন তাঁরা।