ব্যাটারিতে চার্জ হল না। মরশুমের প্রথম টুর্নামেন্ট খেলতে নেমে প্রথম ম্যাচেই ড্র করে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। রবিবার যুবভারতীতে দুই শূন্য গোলে এগিয়ে থেকেও বাংলাদেশ আর্মির বিরুদ্ধে দুই-দুই করে মাঠ ছাড়ল লাল-হলুদ। অতিরিক্ত সময়ের শেষ বেলায় অধিনায়ক হরমনজ্যোত খাবরার ভুলে গোল খেয়ে তিন পয়েন্ট হাতছাড়া হল ইস্টবেঙ্গলের। ম্যাচ লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের নিশু কুমার।
এই বাংলাদেশ আর্মিকে পাঁচ গোলে হারিয়ে ডুরান্ড কাপ শুরু করেছে মোহনবাগান। তাই এদিন মাঠে থাকা লাল-হলুদ সমর্থকরা মাঠ ভরিয়েছিলেন বড় জয়ের আশা নিয়ে। ৩৪ মিনিটে ক্রেসপো এবং প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সিভেরিওর গোলে যুবভারতীতে জ্বলে ওঠে মশাল।
আরও পড়ুন : ভারতীয় ফুটবলারদের ছেড়ে দেওয়া হোক, টুইটে ক্লাবগুলির কাছে আবেদন স্টিমাচের
শূন্য থেকে শুরু করতে চান। তাই প্রথম একাদশে ছয় বিদেশিকে রেখেই দল সাজিয়েছিলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। ভরসা রেখেছিলেন নওরেম, মন্দারদের উপরেই। সেই ভরসা ফল প্রথম ৪৫ মিনিটে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে স্বস্তি নিয়ে ২-০ গোলে এগিয়ে থাকা।
কিন্তু পরের ৪৫ মিনিট কেমন খাপছাড়া। ৬৭ মিনিটে প্রথম ছন্দ পতন। লাল কার্ড দেখে মাঠের বাইরে লাল-হলুদের নিশু কুমার। যা ম্যাচের টার্নিং পয়েন্ট বলেই মনে করছেন অনেকে। বদলি হিসাবে এদিনই মাঠে নেমেছিলেন এ লিগ খেলে আসা ডিফেন্ডার জর্ডন এলসি। কিন্তু তাঁর ব্যর্থতায় সমতা ফেরায় বাংলাদেশ আর্মি। ম্যাচের বয়স ৮৭ মিনিট।
৯৪ মিনিট ভুল পাসে ইস্টবেঙ্গলের সর্বনাশ ডেকে আনেন অধিনায়ক নিজেই। যেখান থেকে প্রথম ম্যাচেই হতাশার ড্র। তিন পয়েন্টের ম্যাচে এক পয়েন্ট নিয়ে যুবভারতী ছাড়ল ইস্টবেঙ্গল।