২৫ তারিখ ডার্বির আগে ইন্ডিয়ান সুপার লিগে বিরাট জয় ইস্টবেঙ্গলের। রবিবার মুম্বইয়ের মাঠে গিয়ে মুম্বই বধ করে মশাল জ্বালালেন লাল-হলুদ ফুটবলাররা। ম্যাচের একমাত্র গোল নওরেম মহেশ সিংয়ের। ৫২ মিনিটে জয়সূচক গোল করেন তিনি। নকআউট নিশ্চিতের পর আইএসএলে এই নিয়ে পর পর দুটি ম্যাচ হারল টেবল টপার মুম্বই। কলকাতায় বড় ম্যাচের আগে তিন পয়েন্ট নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াল ইস্টবেঙ্গল ফুটবলারদের।
নকআউটের আশা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। তবুও লাল-হলুদ ফুটবলারদের সম্বল বলতে ছিল লড়াই। তাই এদিন মুম্বইয়ের বিরুদ্ধে দূর্গ সামলেই আক্রমণে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন লাল-হলুদ কোচ স্টিফেন। তাই জাহু, ছাংতেদের বিরুদ্ধে চার-চার-দুই কৌশলেই দল সাজিয়েছিলেন। প্রথম ৪৫ মিনিটেও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল।
ডার্বির আগে এই ম্যাচ জয়ের ফলে ১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ৯ নম্বরে ইস্টবেঙ্গল। ২৫ তারিখ যুবভারতীতে তারা মাঠে নামবে চির প্রতিপক্ষ এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে।