নতুন বছরে প্রথম ম্যাচ। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে জয়ের খোঁজে এসসি ইস্টবেঙ্গল। ম্যানুয়েল দিয়াজের (Manuel Diaz) পদত্যাগের পর প্রথম মাঠে নামবে লাল-হলুদ ব্রিগেড।
গত মঙ্গলবার ইস্টবেঙ্গলের দায়িত্ব ছেড়েছেন কোচ ম্যানুয়েল দিয়াজ। বছরের প্রথম দিনই নতুন কোচের নাম ঘোষণা করেছে ক্লাব। বেঙ্গালুরু ম্যাচে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না কোচ মারিও রিভেরা (Mario Rivera)। দায়িত্ব সামলাবেন সহকারী রেনেডি সিং। আইএসএলে (ISL 2021) পয়েন্ট টেবিলের সবথেকে নিচে আছে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: নতুন বছরে নয়া কোচ ঘোষণা, ইস্টবেঙ্গলের দায়িত্ব নিলেন মারিও রিভেরা
আইএসএলে পয়েন্ট তালিকায় খুব একটা ভালো জায়গায় নেই সুনীল ছেত্রীর বেঙ্গালুরুও। মাত্র দুটি ম্যাচ জিতে আট নম্বর আছে তাঁরা। এই ম্যাচ জিতে নতুন পর্বে ভালো শুরু করতে মরিয়া ইস্টবেঙ্গল