আইএসএলে এখনও ছন্দ পায়নি দল। একটি জয় কিছুটা মনোবল বাড়িয়েছিল। এখন সবটাই উধাও। আইএসএলে শুক্রবার শক্তিশালী প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল।
এখনও পর্যন্ত আইএসএলে পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ৯টি গোল খেয়েছে লাল-হলুদও। আইএসএলে শুরুটা ভাল হয়নি বেঙ্গালুরু এফসিরও। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও শেষ তিন ম্যাচে এখনও জিততে পারেননি সুনীল ছেত্রীরা। শেষ ২ ম্যাচে হায়দরাবাদ এফসি ও ওড়িশা এফসির বিরুদ্ধে হারতে হয়েছে সুনীল ছেত্রী, রয় কৃষ্ণাদের।
আরও পড়ুন: বিশ্বকাপে দাগ কাটতে না পারলেও শেষ ইউরোর ফর্ম আশা যোগাচ্ছে সুইসদের
ঘরের মাঠে ডার্বিতে হারের পর চেন্নাইয়িন এফসির বিরুদ্ধেও হার। জোড়া সুযোগ নষ্ট করে হারতে হয় ইস্টবেঙ্গলকে। গত ম্যাচে ভিপি সুহের গোল নষ্ট করেন। গোলের সুযোগ নষ্ট করেন ক্লেটন সিলভাও। এই ম্যাচে সেই একই ভুল করতে চায় না টিম। ম্যাচের আগে কোচ স্টিফেন কনস্ট্যানটাইন বলেন, "কিছু কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। শুধু বেঙ্গালুরু নয়, সব ম্যাচই আমাদের কাছে কঠিন। আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। বড় দলের বিরুদ্ধে ৬-৭টার বেশি সুযোগ পাওয়া যাবে না। সেগুলোই কাজে লাগাতে হবে।"