কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচেই হার। বুধবার আইএসএলে এবার ইস্টবেঙ্গলের সামনে এফসি গোয়া। হার থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যেতে চান কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। এবার মরশুম শুরুর আগে দল গোছানোর সময় পাননি ইস্টবেঙ্গল কোচ।
আইএসএলের প্রস্তুতি হিসেবে ডুরান্ড কাপকে রেখেছিলেন ব্রিটিশ কোচ। কিন্তু সেই টুর্নামেন্ট যথেষ্ট ছিল না। আইএসএলের প্রথম ম্যাচে হারের পর আরও বেশি সতর্ক হতে হবে। সেটা ভাল করে বুঝতে পারছেন লাল-হলুদ কোচ। প্রতিপক্ষ এফসি গোয়া একেবারেই সহজ প্রতিপক্ষ নয়। এবার বেশ কিছু বিদেশিকে সই করিয়েছে এফসি গোয়া। তাঁদের মধ্যে মার্ক ভেলিয়েন্তে, নোয়া সাদাউই, ইকের গুয়ারক্সেনা প্রথমবার আইএসএলে মাঠে নামবেন।
এদিকে প্রথম ম্যাচে টিমের দলবাছাই নিয়ে প্রশ্ন উঠেছে। এবার আইএসএলে যুবভারতীতে প্রথমবার মাঠে নামবে লাল-হলুদ ব্রিগেড। সোমবার যুবভারতীতে এসে এটিকে মোহনবাগানের খেলা দেখে গিয়েছেন লাল-হলুদের সাপোর্ট স্টাফরা। টুর্নামেন্টের প্রথম থেকেই ছন্দে ফিরতে চান লাল-হলুদ কোচ কনস্ট্যান্টাইন।