যুবভারতীতে শনিবার ধুন্ধুমার। নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। মাঠের লড়াইয়ের আগে মাঠেই বাইরেই বিবাদ। টিকিট বণ্টনকে কেন্দ্র করে ইমামির সঙ্গে ঝামেলায় জড়িয়েছে লাল-হলুদ। একই পথে এটিকে মোহনবাগান ও আইএফএ। যার ফলে শনিবার ডার্বি দেখা নিয়ে সংশয় তৈরি হয়ে গিয়েছে।
এবার ডার্বির আয়োজন ইস্টবেঙ্গল। অভিযোগ, দলের লগ্নিকারী সংসথা ইমামি পর্যাপ্ত টিকিট ক্লাবে পাঠায়নি। যুবভারতীর ভিভিআইপি গ্যালারির প্রায় ১২০টি টিকিট আগে দেওয়া হত। অভিযোগ, এই ডার্বিতে অর্ধেক টিকিটও পাননি ক্লাব সদস্যরা।
একই অভিযোগ তুলে বিবৃতি দিয়ে টিকিট ফিরিয়েছে এটিকে মোহনবাগানও। সবুজ মেরুন শিবিরের অভিযোগ, যা টিকিট পাঠানো হয়েছে, তা ক্লাব কর্তাদের বণ্টন করা যাচ্ছে না। তবে সদস্য ও সমর্থকদের টিকিট ভাগ করে দিয়েছে এটিকে মোহনবাগান।