সুপার কাপ জয়ের মাঠে, আইএসএলে হার ইস্টবেঙ্গলের। ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে দুই-এক গোলে হারিয়ে লিগ টেবলে শীর্ষ স্থান ধরে রাখল ওডিশা। ম্যাচে ষাট সেকেন্ডে গোল করে এগিয়ে গিয়েছিল কলকাতার ক্লাব। কিন্তু শেষ রক্ষা হল না। ৪০ মিনিটে দিয়েগো মরিসিও এবং ৬১ মিনিটে রেবেলোর গোলে ম্যাচ বার কর নেয় ওডিশা।
কার্ড সমস্যার জন্য এই ম্যাচে ডাগ আউটে ছিলেন না ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। কার্ড সমস্যার জন্য খেলতে পারেননি ডিফেন্ডার হিজাজি। তবু শক্তিশালী ওডিশার বিরুদ্ধে ষাট সেকেন্ডে গোল করে সবাইকে চমকে দিয়েছিলেন লাল-হলুদ ফুটবলার বিষ্ণু। কিন্তু হঠাৎ করে ডিফেন্সে ঝাঁপ ফেলতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনে ইস্টবেঙ্গল।
সময় যত বাড়ে, ততই আক্রমণের ঝাঁঝ বাড়ায় ওডিশা। ৪০ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে গোল করে সমতায় ফেরে ওডিশা। এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট রয় কৃষ্ণাদের। ১৭ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট ইস্টবেঙ্গলের।