ঘরের মাঠে ফের হার ইস্টবেঙ্গলের। এই নিয়ে আইএসএলে হারের হ্যাটট্রিক লাল-হলুদ ব্রিগেডের। লিগ টেবলে থাকা ২ নম্বর হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ২-০ গোলের ব্যবধানে হার ক্লেটন সিলভাদের। এই ম্যাচে হারের পরই প্লে-অফে ওঠার আশা কার্যত শেষ লাল-হলুদের।
নতুন বছরে ওড়িশা এফসির বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের। এরপর জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে গিয়েও হারতে হয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দরাবাদের বিরুদ্ধে গোলই পেল না দল। হায়দরাবাদের হয়ে প্রথম ৯ মিনিটে গোল করেন জাভি সিভারিও। সেখানেই শেষ হয়ে যায় খেলা। ইনজুরি টাইমে হাযদরাবাদকে ২-০ গোলে এগিয়ে দেন আরেন দি সিলভা।