কেরলের পর কলকাতা। ইন্ডিয়ান সুপার লিগে ফের হার ইস্টবেঙ্গলের। বুধবার যুবভারতীতে গোয়ার বিরুদ্ধে শেষবেলায় গোল খেয়ে হার লাল-হলুদের। গোয়া জিতল ২-১ গোলে।
কেরলের হারের পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ইমামি ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ। কিন্তু ম্যাচে সাত মিনিটেই মশাল নিভিয়ে দেয় গোয়া। ব্র্যান্ডনের গোলে এগিয়ে গোয়ার দল।
এরপর অনেক লড়াই করে ম্য়াচের ৬৪ মিনিটে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। স্বস্তি পান লাল-হলুদ সমর্থকরা। কারণ পেনাল্টি থেকে গোল করে ক্লেটন সিলভা। কিন্তু ৯৫ মিনিটে সব শেষ। দু ম্য়াচ পরেও এখনও শূন্য ইস্টবেঙ্গল।