ফের হার ইস্টবেঙ্গলের। প্রজাতন্ত্র দিবসে এফসি গোয়ার বিরুদ্ধে ৪-২ গোলে হার লাল-হলুদ ব্রিগেডের। এই নিয়ে টানা ৪ ম্যাচে হার।
এদিন খেলা শুরু আগে সুখবর এসেছিল ইস্টবেঙ্গল শিবিরে। ট্রান্সফার নির্বাসন তুলে নেয় ফিফা। বাকি মরশুমে নতুন চুক্তিতে কোনও বাধা রইল না। কিন্তু এদিনও ফের হার লাল-হলুদের। ম্যাচের প্রথম ১১ মিনিটে এফসি গোয়াকে এগিয়ে দেন ইকর গুয়ারোতজেনা। ২১ ও ২৩ মিনিটে তিনিই পরপর দুই গোল করে হ্যাটট্রিক করেন। প্রথমার্ধে খেলার ফলাফল ছিল ৩-০। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ।
এরপর ইস্টবেঙ্গলের হয়ে ৫৯ মিনিটে গোল করেন ভিপি সুহের। ৬৬ মিনিটে গোল করেন সার্থক গলুই। তাও টানা ৪ ম্যাচে হার আটকানো গেল না।