ঘরের মাঠে ম্যাচ ও এগিয়ে থেকে হার। ফের আইএসএলে খারাপ পারফরম্য়ান্স ইস্টবেঙ্গলের। প্রথমে গোল করেও হারের বোঝা মাথায় নিয়ে মাঠ ছাড়তে হল এদিনও। শুক্রবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ১-২ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। জামশেদপুরের বাঙালি ঋত্বিক দাসের গোলেই হারতে হল কনস্ট্যান্টাইনের টিমকে।
ইস্টবেঙ্গলের কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন এই ম্যাচের আগে জানান, এই ম্যাচ জিততেই হবে। কিন্তু এদিন যুবভারতীতে ভেঙে পড়ল টিমের ডিফেন্স। ডিফেন্সের ভুলে যে ২টি গোল লাল-হলুদের জালে ঢুকল, তা বোধ হয় ক্ষমারও অযোগ্য। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নয় নম্বরে থাকল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: হকি বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয়, স্পেনকে ২-০ গোলে হারাল ভারত
এদিন ইস্টবেঙ্গলের হয়ে ১২ মিনিটে প্রথম গোল করেন ক্লেটন সিলভা। ৬১ মিনিটে সমতা ফেরায় জামশেদপুর। গোল করেন হ্যারি সইয়ার। ৮৫ মিনিটে জয়সূচক গোলটি করে ফেলেন ঋত্বিক দাস।